ঈদে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: ঈদ উপলক্ষে মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে গিয়েছিলো দুই বছর বয়সী শিশুকন্যা ফাতেমা আক্তার। সোমবার তাদের ফিরে যাওয়ার কথা ছিলো। কিন্তু তার আর ফিরে যাওয়া হলো না, তার আগেই পানিতে ডুবে শিশু ফাতেমার মৃত্যু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর ঘাটচেক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ফাতেমা উপজেলার বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগী ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মহিউদ্দীনের শিশু কন্যা।

ফাতেমার স্বজনরা বলেন, শিশু ফাতেমাকে নিয়ে তার মা দুইদিন আগে পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার মামার বাড়িতে বেড়াতে যান। রোববার সকাল ১১ টার দিকে ফাতেমাকে ঘরে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজির পর মামার বাড়ির পাশের একটি পুকুরে ফাতেমার নিথর দেহ ভেসে উঠে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাতেমার বাবা মহিউদ্দিন বলেন, “আমার স্ত্রী ঈদ উপলক্ষে মেয়েকে নিয়ে দুইদিন আগে মামার বাড়িতে বেড়াতে যায়। গত শনিবারও আমার সাথে মুঠোফোনে কথা হলে আমার স্ত্রী জানায় আর একদিন থেকে বাড়িতে চলে আসবে। কিন্ত আমার মেয়ে যে আর নেই। স্ত্রী কাকে নিয়ে ফিরবে। “

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top