ঈদের কেনাকাটা করতে এসে প্রাণ হারালেন যুবক

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ড্রাম ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে সোহেল নামের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সাথে সাথে পথচারীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত  চিকিৎসক সোহেলকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহত হয়েছেন মোঃ সাহাব উদ্দিন ও মোঃ কামাল উদ্দিন। নিহত আহতদের বাড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শৈলকুপা গ্রামে।

নিহত সোহেল ওই গ্রামের আবুল মনসুরের পুত্র।

এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি ড্রাম ট্রাক পাওয়া যায়নি। মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top