সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে প্রায় হাজারের অধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খৎনা করালেন ঈদগাঁও উপজেলা মানবিক টিম।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত চিকিৎসা ও খৎনা ক্যাম্পে এই সেবা প্রদান করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগ নেতা লুৎফর রহমান আজাদ।
সংগঠনের মহাসচিব এম রেজাউল করিম নোমান খাঁনের পরিচালনায় ও চেয়ারম্যান নাসির উদ্দীন জয়ের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন জাহানারা ইসলাম বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও চিকিৎসকদের সমন্বয়কের দায়িত্বে ছিলেন ডাঃ মোঃ ইউছুফ আলী।
সভায় অন্যান্যদের মধ্যে সংগঠক শহিদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আনম আমজাদ হোসেন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুর রহমান ইত্তেহাদ, আইন ও সেবা সম্পাদক সাদ্দাম হোসাইন রিফাত, মিডিয়া অনলাইন সম্পাদক মাহাবু আলম মাবু, দপ্তর সম্পাদক লোকমান হাকিম, প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর,তথ্য ও তদন্ত সম্পাদক মোঃ জিশান, নির্বাহী সদস্য জহির উদ্দীন, মক্কা মানবিক টিমের সভাপতি আমানুল হক, রশিদ মিয়া ও মনজুর আলমসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।