ঈদগাঁও’র আলেমেদ্বীন মাওলানা হাফেজ ছৈয়দ করিমের ইন্তেকাল

মাওলানা হাফেজ ছৈয়দ করিম (৮০)।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলেমেদ্বীন মাওলানা হাফেজ ছৈয়দ করিম (৮০) আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সৌদি আরবের আশশিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিওন।

হাফেজ ছৈয়দ করিম একাধারে আলগিফারি ইসলামিক সেন্টার, চৌফলদন্ডির নোমানিয়া মাদরাসাসহ কক্সবাজারের বিভিন্নস্থানে অর্ধশতাধিক মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি তিনি ঈদগাঁও’র প্রাণকেন্দ্রে তাবলিগ জামাতের ‘মারকাজ’ প্রতিষ্ঠায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের জমি দান করেছেন।

বহু ভাষাবিদ, কবি ও আরবি সাহিত্যিক মাওলানা হাফেজ ছৈয়দ করিম ছাত্রজীবনে মাত্র ২৮ দিনে পুরো কুরআন শরিফ হিফজ করেন। দেশ ও বিদেশের বিভিন্ন মাদরাসা এবং আরবি বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। আরব বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা ও বিশ্ববরেণ্য ইসলামিক স্কলারদের সাথে হাফেজ ছৈয়দ করিমের সু-সম্পর্ক ছিল।

মাওলানা হাফেজ ছৈয়দ করিমের সৌদি আরবে মৃত্যুর খবর ঈদগাঁওসহ কক্সবাজারে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শুক্রবার জুমার নামাজের পর তাঁর রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মাদরাসা ও মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।