ঈদগাঁওয়ে আগুনে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আগুনে দুই ভাইয়ের বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আগুনে দুই ভাইয়ের বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ঈদগাঁও সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়ন পাল ও অলক পাল একই এলাকার পরলোকগত সুজন পালের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার প্রদোষ পাল মুন্না জানান, প্রথমে নয়ন পালের বসত বাড়ি-সংলগ্ন রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মূল বাড়িতে ছড়িয়ে পড়ে। এরপর পাশের অলক পালের বাড়িতেও আগুন ধরে যায় ও বসত বাড়ি দুটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরো জানান, রামু ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।