সেলিম উদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়ী গ্রামের তরুণ ও মেধাবী ছাত্রদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন আলোর মিছিলের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ জানুয়ারী) খোদাইবাড়ী এজি লুৎফুল কবির মহিলা আলিম মাদ্রাসা প্রঙ্গনে সংগঠনের উদ্যোগে ২য় বারের মতো এ সংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বৃহত্তর এলাকার প্রত্যন্তাঞ্চলের হেফজখানা, মক্তব, ফোরকানিয়া, নূরানী, ইবতেদায়ী মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের নিয়ে বিশুদ্ধ কোরআন শিখন, উচ্চারন, দোয়া মাসায়েল শিখন এবং ইসলামী সংস্কৃতির ইভেন্টের সমন্বয়ে দিনব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আলোর মিছিল পরিচালক মোঃ বেলাল উদ্দীনের সভাপতিত্ব আরম্ভ করা হয়। এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন আলেমেদ্বীিন এজি লুৎফুল কবির মহিলা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুর রহমান আজাদ।
বিশেষ অথিতিদের মধ্যে ইউছুপেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মনজুর আলম, সাবেক প্রধান শিক্ষক মাষ্টার বেদারুল ইসলাম, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদ, ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বান্ডি ও মাস্টার আব্দু রাজ্জাক বক্তব্য রাখেন।