সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি: বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আ’লীগ ঘোষিত কর্মসূচি হিসেবে সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন আ’লীগের উদ্যোগে শনিবার বিকালে বাসস্টেশন চত্বরে শান্তি সমাবেশ পালন করা হয়।
ইউনিয়ন আ’লীগের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ উদ্দীন রাশেলের সঞ্চালনায় আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নূরুল আজিম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনি, ঈদগাঁও উপজেলা ছাত্রলীনেতা রাহুল নিনিত
ঈদগাহ কলেজ ছাত্রলীগের আহবায়ক মীর আবদুর রহমান নাহিদ ও ছাত্রলীগনেতা সোহেল মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াতের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যে কোন ধরণের নাশকতা,সন্ত্রাস, অপপ্রচারের সমুচিত জবাব দেয়া হবে। নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নদর্শন ও অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বিএনপি ও জামায়াতচক্র দিশেহার হয়ে পড়েছে। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের লক্ষ্যে দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনছে। স্বাধীনতা বিরোধীদের এই অপতৎপরতা রুখে দিয়ে অতন্দ্র প্রহরী হিসেবে রাজপথে অবস্থান নেয়ার আহবান জানানো হয়।