ঈদগাঁওতে পুকুর পাড় থেকে নারীর মৃতদেহ উদ্ধার নিয়ে ধুম্রজাল

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালী থেকে রোকসানা আক্তার প্রকাশ ধলু বিবি ( ৩৯) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার  (১০ মে) সকালে তার মৃতদেহটি উদ্ধার করে ঈদগাঁও থানা পুলিশ। নিহত ধলু বিবি বর্ণিত এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদু রহমানের স্ত্রী বলে জানা গেছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে সদর হাসপাতালের মর্গে পাটিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত ধলু বিবি মানসিক ভারসাম্যহীন ছিল। ঘটনার আগের রাতে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক বাড়ির পুকুর পাড়ে আম কুড়াতে যায়। এদিন সকালে পুকুরের সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
গৃহবধু ধলু বিবির ভাই মাহবুবুর রহমান জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন ছিল। রাত ১ টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। পরদিন সকালে লাশ দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি ৷
তার কোন প্রতিপক্ষ ছিল না দাবি করে মাহবুবুর রহমান আরো বলেন, শরীরের ক্ষতের চিহ্ন গুলো থেকে সন্দেহ করা হচ্ছে কে বা কারা হত্যা করে লাশ পেলে রেখেছে। এলাকার কেউ কেউ বলছে আম কুড়ানোর সময় সীমানা প্রাচীরের টেংরায় পেঁচিয়ে অথবা আম গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে, তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় মারা গিয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি হত্যা নাকি অন্য কিছু তা নিয়েও চলছে ধূম্রজাল। ঘটনাটি অধিকতর তদন্তের দাবি জানান স্বজনরা। ঈদগাঁও থানা পুলিশ জানায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।
ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top