ঈদগাঁওতে দোকান ও কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ড

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ বাঁশঘাটায় আগুনে পুড়ে ছাই হয়েছে পরিত্যক্ত কলোনী। এসময় স্থানীয় ব্যবসায়ীর ফার্নিচার তৈরির উদ্দেশ্যে মজুদ রাখা গাছ ও দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) ভোর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাঁশঘাটা দুলালের পরিত্যক্ত কলোনীতে। তবে এতে  হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন  ক্ষতিগ্রস্থরা।

স্থানীয়রা জানান, ভোর রাতে আগুনের লেলিহান দেখতে পেয়ে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় রামু ফায়ার সার্ভিসের লোকজন।

ঈদগাঁও বাঁশঘাটা ফার্নিচার ব্যবসায়ী মিজানুল ইসলাম জানান, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিত্যক্ত কলোনীটি মাদক সেবীদের আস্তানা ছিল। প্রতিরাতে স্থানীয় এবং বহিরাগত মাদক সেবীরা সেখানে এসে মাদক সেবন করত।

তিনি আরো বলেন, ঘটনার সময় সেখানে মাদক সেবীদের আনাগোনা দেখেছে। ধারণা করা হচ্ছে এসব মাদক সেবীদের ফেলে রাখা অবশিষ্ট গাঁজার সিগারেট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top