ঈদগাঁওতে একইদিনে তরুণ ব্যবসায়ী ও ঠিকাদারের মৃত্যু

নুরুল আবছার ও গিয়াস উদ্দিন
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একই দিনে তরুণ ব্যবসায়ী নুরুল আবছার ও ঠিকাদার গিয়াস উদ্দিনের আকস্মিক মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।

এর মধ্যে নুরুল আবছার গত শনিবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রামের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না…….রাজিউন)।

নুরুল আবছার দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভোগ ছিলেন। তিনি ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার সাবেক মেম্বার মোহাম্মদ কালুর পুত্র ও চার সন্তানের জনক।

একইদিন বাদে জোহর স্থানীয় জুমবাড়ী জামে মসজিদের মাঠে মরহুমের জানাজা সম্পন্ন করে কবরস্থ করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়।

অপরদিকে একই দিন সকাল সোয়া ১১টার দিকে কক্সবাজার শহরের বাহারছড়া ভাড়া বাসায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার ঠিকাদার গিয়াস উদ্দিন (৫০)। তিনি উক্ত এলাকার মরহুম আনোয়ারুল হক সওদাগরের সন্তান।

মরহুমের পারিবারিক সূত্র জানায়, ঠিকাদার গিয়াস উদ্দিন রবিবার সকালে স্ট্রোক করলে তাকে বাহারছড়ার বাসা থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পূর্বে ঠিকাদার গিয়াস উদ্দিন বাচ্চাদের সকালে স্কুলে পৌঁছে দিয়ে কাঁচাবাজার নিয়ে বাসায় ফিরেই বমি করা শুরু করেন এবং মুহূর্তেই ঠিকাদার গিয়াস উদ্দিন না ফেরার জগতে চলে যান।

মৃত্যুকালে ঠিকাদার গিয়াস উদ্দিন স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

রবিবার এশারের নামাজের পর মরহুমের পৈতৃক এলাকা ইসলামাবাদ খোদাইবাড়ীতে জানাজা শেষে দাফন করা হয়েছে। এ দুই তরুণের আকস্মিক মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমেছে।