ইয়াবা পাচারের সময় চন্দনাইশে ২ মাদক কারবারি মোটরসাইকেল সহ গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা সহ মোঃ সোহেল রানা (২৯) ও মাহমুদুল হাসান (২৮) নামের দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কালো রংয়ের সুজুকি জিকসার এস এফ  মোটরসাইকেল (যার রেজি: নং ঢাকা মেট্রো ল- ৪২-৪৪৪৫) আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার (৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেইট ফুলকলি নামীয় দোকানের সামনে রাস্তায় উপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে

একটি কালো রংয়ের সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেল ( যার রেজি: নং ঢাকা মেট্রো ল- ৪২-৪৪৪৫)  তল্লাশি করে গাড়ির ভিতরে বিশেষ ভাবে রক্ষিত ৪ হাজার পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত  ৪ হাজার পিস ইয়াবা ওজন ৪শত গ্রাম ,যারমূল্য ১২ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃতরা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার পলাশতলী এলাকার মো: মজিবুর রহমানের ছেলে মো: সোহেল রানা ও মৃত আব্দুর রশিদের ছেলে মাহমুদুল হাসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top