চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা সহ মোঃ সোহেল রানা (২৯) ও মাহমুদুল হাসান (২৮) নামের দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কালো রংয়ের সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেল (যার রেজি: নং ঢাকা মেট্রো ল- ৪২-৪৪৪৫) আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার (৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেইট ফুলকলি নামীয় দোকানের সামনে রাস্তায় উপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে
একটি কালো রংয়ের সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেল ( যার রেজি: নং ঢাকা মেট্রো ল- ৪২-৪৪৪৫) তল্লাশি করে গাড়ির ভিতরে বিশেষ ভাবে রক্ষিত ৪ হাজার পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ৪ হাজার পিস ইয়াবা ওজন ৪শত গ্রাম ,যারমূল্য ১২ লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃতরা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার পলাশতলী এলাকার মো: মজিবুর রহমানের ছেলে মো: সোহেল রানা ও মৃত আব্দুর রশিদের ছেলে মাহমুদুল হাসান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।