লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ হাজার পিস ইয়াবা সহ ১ মাদক কারবারি কে আটক করেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) ১২ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়।
থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ইউনিয়নের বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভে কারে (ঢাকা মেট্রো গ ৩৩-৭৫২৩) তল্লাশি করে সিটের নিচে তৈলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৫ হাজার ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন মোঃ ইসমাইল (৫০), পিতা আব্দুস সালাম গ্রাম:গুদার বিল,টেকনাফ,পৌরসভা,থানা টেকনাফ জেলা:কক্সবাজার।
মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে থানা সূত্রে জানা যায়।