সিপ্লাস ডেস্ক: মিরপুর শেরে বাংলায় টস জিতে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারই ডট দিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। উদ্বোধনী ওভারে চট্টগ্রাম অধিনায়কের মুখোমুখি হন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। একটা রানও তিনি নিতে পারেননি শুভাগতর ওভার থেকে! আবু জায়েদের করা দ্বিতীয় ওভারে রানের খাতা খোলে খুলনা।
সোমবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়া দুই দলই এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হেরেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে খুলনা টাইগার্স তাদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছিল ঢাকা ডমিনেটর্সের কাছে। দুই দলই আজ প্রথম জয়ের জন্য লড়বে।