নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউএসটিসির ফার্মাসি বিভাগ ২৭শে জুন ২০২২ তারিখে দিনব্যাপী অনুষ্ঠান “ফার্মা ফেস্ট ২০২২” এর আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ইফতেখার ইসল্ল।
তিনি বলেন, এই ধরনের বৈজ্ঞানিক অধিবেশন ছাত্র ও গবেষকদের সহযোগিতামূলক গবেষণা চালানোর জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। সম্মানিত অতিথি হিসেবে ইউএসটিসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ইঞ্জি. ডাঃ জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি ছিলেন ডাঃ শেখ মাহশেদ নূর, সদস্য, গভর্নিং বডি (আইএএইচএস) এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নুরুল আবছার। এই অনুষ্ঠানে ফার্মা রিসার্চ বুলেটিন-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান এআই ইসলাম।
মূল সেশনে মতিয়ার রহমান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর (কোয়ালিটি অ্যাসুরেন্স) এবংইউএসটিসি’র ফার্মেসি বিভাগের উপদেষ্টা এবিএম ফারুক ‘ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি অপারেশন’ এবং ‘ন্যাশনাল ড্রাগ পলিসি’ বিষয়ে তাদের মূল্যবান বক্তৃতা দেন। এখানে ফার্মা অলিম্পিয়াড ও পোস্টার প্রদর্শনীও করা হয়।
চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম তুলে ধরার সুযোগ পেয়েছে। ইউএসটিসির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানের আহবায়ক ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আব্দুল মোতালেব ভূইয়া, সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা এই কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।