আসামে তলিয়ে গেছে সাড়ে ৫ হাজার গ্রাম, মৃত্যু বেড়ে ৪৫

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ভারতের আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এক সপ্তাহে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। আর মেঘালয়ে প্রাণ হারিয়েছে ১৮ জন।

আসামের নাগাও জেলায় বন্যার পানিতে ডুবে ২ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে সোমবার (২০ জুন) জানিয়েছে আসাম পুলিশ। তারা উদ্ধার অভিযানে নিয়োজিত ছিলেন।

এদিকে, রাজ্যটিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। স্বাভাবিকের চেয়ে ১০৪ ভাগ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ৩২ জেলায় পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে ৫ হাজার গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৭ লাখ মানুষ। ৬১৫টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে ২ লাখ ৩১ হাজারের বেশি মানুষকে।

এদিকে, অরুণাচল প্রদেশে বন্যা-ভূমিধসে এক জনের মৃত্যু হয়েছে।