আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত সবুজ শহরকে খ্যাত আল আইন লোকনাথ সেবাশ্রমের নতুন সভাপতি উত্তম সূত্রধর কে সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (১০ মার্চ) লোকনাথ সেবাশ্রম মন্দির প্রাঙ্গনে সাধারণ সম্পাদক মিহির শর্মার পরিচালনায় লোকনাথ সেবাশ্রমের প্রধান উপদেষ্টা দুলাল শর্মার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি কিশোর চক্রবর্তী রনি, সিনিয়র সহ-সভাপতি পিন্টু দেব, সহ সভাপতি সাংবাদিক সনজিত কুমার শীল, সহ-সভাপতি দয়াল বৈদ্য ও সহ-সভাপতি প্রদীপ দাস।
অনুষ্ঠানে বাবার পূজা, ভোগ আরতি, গীতা পাঠ এবং সংকীর্ত্তনে যোগ দেন বাবার বক্তারা। এতে পরিহিত করেন মিল্টন আচার্য। উক্ত সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন লোকনাথ সেবাশ্রমের অর্থ সম্পাদক বাসুদেব শর্মা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশু দে, শিমুল শীল, মৃদল কান্তি শর্মা, পলাশ শীল, অনিক শীল, বিশ্বজিৎ কুরি,নিশান চন্দ্র দে, আনন্দ পাল সহ বাবা লোকনাথের অসংখ্য ভক্তবৃন্দ।
অনুষ্ঠান শেষে লোকনাথ সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা সভাপতি কিশোর চক্রবর্তী রনিকে উপদেষ্টা এবং সকলে একত্রিত হয়ে সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্ত হয়।