আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের সুন্দর শহর আল আইনের মরুতীর্থ মন্দিরে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল মৃদু মধুর ভাষিনি পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬৩ তম শুভ আবির্ভাব উৎসব।
মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরুতীর্থের প্রতিষ্ঠাতা ঋষি জগদীশারানন্দ পুরী মহারাজ।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সনাতনীর গর্ব, বিশিষ্ট সমাজসেবক দানবীর শ্রী অদুল কান্তি চৌধুরী মহোদয়। আরো উপস্থিত ছিলেন আবুধাবি হতে আগত আরব আমিরাত জাগো পরিষদের উপদেষ্টা সংযুক্ত আরব সাংবাদিক সঞ্জিত কুমার শীল, কানু লাল দাশ, সুবোধ চৌধুরী শিবু, অপু দাশ,বিপ্লব চৌধুরী,প্রমোদ পাল, সুদর্শন দাস, রাজিব সুশীল, সাগর শীল উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আল আইন সৎসঙ্গ এর ভক্তবৃন্দ। সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় রাম ঠাকুর সেবাশ্রম এর ভক্তবৃন্দ, শারজা গীতা সংঘের ভক্তবৃন্দ, শারজা পার্থ সারথি গীতা সংঘের ভক্তবৃন্দ,আল আইন সার্বজনীন দুর্গোৎসব এর ভক্তবৃন্দ, আল আইন লোকনাথ সেবাশ্রম এর ভক্তবৃন্দ,আবুধাবি হতে আগত সনাতনীভক্তবৃন্দ সংযুক্ত আরব আমিরাতের দূরদূরান্ত হতে আগত সকল মঠ মন্দিরের ভক্তবৃন্দ।
মিন্টু মল্লিক ও সুমন দে এর সঞ্চালনায় ও শ্রী শ্রী রামঠাকুরের পরম ভক্ত প্রদীপ শীল,অতুল নাথ সহ সকল ভক্তের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা রাখেন সুজন দত্ত মহোদয়, শংকর সেন মহোদয় এবং উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি দানবীর শ্রী অদুল কান্তি চৌধুরী মহোদয়ের আলোচনায় এবং অতিথিবরণ প্রসাদ বিতরণ, সম্মিলিত সংকীর্তন এবং বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।