আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমরাতের সবুজ শহর খ্যাত আল আইন আল ইয়াহার পুরাতন সাবিয়ায় বিন হামের সামনে বাংলাদেশি মালিকানাধীন সুপার কিং বিল্ডিং মেটেরিয়ালস নামে ব্যবসা অনুষ্ঠানের শুভযাত্রা করেছেন।
সোমবার (৮ মে) সন্ধ্যায় সুপার কিং বিল্ডিং মেটেরিয়ালস এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিল্টন চৌধুরী। ফিতা কাটার সময় উপস্থিত ছিলেন লোকাল স্পন্সর ফহাদ কেথেরী, তালেব কেথেরী, অলক কর্মকার, শাহাজাহান সাজু, আব্দুর রহমান, সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, জাকির হোসেন, মোহাম্মদ হাফেজ, মোহাম্মদ হোসেন, দীপন পাল সহ আরো অনেকে।
চট্টগ্রাম জেলার পটিয়া থানার শৌভনদন্ডি ইউনিয়নের হিলুছিয়া গ্রামের বৈদ্য বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবাসে দুটি প্রতিষ্ঠানের মালিক মিলটন চৌধুরী। দোকানের স্বত্বাধিকারী মিল্টন চৌধুরী বলেন ২০১০ সালে প্রবাসী হয়ে সংযুক্ত আরব আমিরাত আসেন। এই প্রবাসে এসে অনেক পরিশ্রমের মাধ্যমে তিনি ব্যবসা-বাণিজ্যে করার জন্য সিদ্ধান্ত নেন। মিল্টন চৌধুরী আল ইয়াহার সাবিয়া এলাকায় এলিট টেক নামে বিল্ডিং মেটারিয়ালস ও সেনেটারী সপের প্রথম ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। ধীরে ধীরে আজকে আরেকটি নতুন প্রতিষ্ঠান সুপার কিং বিল্ডিং মেটারিয়ালসের ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হয়েছেন। তিনি বলেন আজকে আমিরাতে সফল প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়েছেন।
প্রবাসীরা আজকে ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের রেমিটেন্স প্রবাহের মান বৃদ্ধি পেয়েছে।হুন্ডিকে না বলে ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে দেশে টাকা পাঠানোর আহ্ববান জানান। লোকাল স্পন্সর ফহাদ কেথেরী ও তালেব কেথেরী বলেন আমিরাতে বাংলাদেশীরাই একমাত্র অন্যান্য দেশ থেকে বিভিন্ন কাজে পারদর্শী এবং পরিশ্রমী। বর্তমানে আমিরাতে বেকার স্কিম বীমা চালু হয়েছে। কোন প্রবাসী ভিসা লাগানোর ক্ষেত্রে তিন মাস দেরি হলে বেতন থেকে ওই বেকার স্কিম বীমা থেকে ৬০% আমিরাত সরকার সুযোগ দেবেন। এই বীমা না করলে আগামী পহেলা জুলাই ২০২৩ ইং থেকে ৪০০ দেরহাম ফাইন পরিশোধ করতে হবে বলে জানান। প্রতিষ্ঠান উদ্বোধন কাল প্রবাসে থাকা সকলকে প্রবাসী কল্যাণ কার্ড করার জন্য অনুরোধ করা হয়। বর্তমানে আমিরাতে লেবার ভিসা বন্ধ থাকায় বিপাকে বলেছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ সরকার এবং আমিরাত সরকারের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে শ্রমিকদের ভিসা খুলে দিলে বেকার সমস্যা দূর হবে।দোকানের স্বত্বাধিকারী বলেন বিল্ডিং এর সমস্ত মালামাল সকল বাংলাদেশীদের জন্য অন্যান্য দোকান থেকে আমাদের দোকানগুলোতে সকল ধরনের আইটেমের উপর বিশেষ ছাড় দেওয়া হবে।
পরে ব্যবসা-বাণিজ্যের প্রসার বৃদ্ধি এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।