আল আইনে সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান 

আল আইনে সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সনজিত কুমার শীল, আরব আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত গ্রীন সিটি আল আইন সুপার মমতাজ রেস্টুরেন্ট হল রুমে সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগ গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা এবং অভিষেক অনুষ্ঠান উদযাপিত হযয়েছে।

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের সঞ্চালনায় এবং সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের তৃতীয়বারের মতো নির্বাচিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের একমাত্র বৈধ সংগঠন আবুধাবি বাংলাদেশ সমিতি’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।

সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের হাফেজ মোহাম্মদ শামীম আব্দুল্লাহ’র সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় সংগীত বাজিয়ে শ্রদ্ধার সাথে লাল সবুজের পতাকার বাংলাদেশ কে সম্মান প্রদর্শন করা হয়।

বিশেষ অতিথি’র হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত আবুধাবি আল হেলাল ব্যাংক এর ম্যানেজার ও আবুধাবি সন্দ্বীপ সোসাইটির সভাপতি আব্দুল মতিন, আল আইন সিটির বিশিষ্ট ব্যবসায়ী টাইম ট্রাভেলস এর কর্ণধার, কবি ও বাংলাদেশ কমিউনিটি কবিতা মঞ্চ এর সহ সভাপতি-মোহাম্মদ আলী মুনছুর, বাংলাদেশ সমিতির নির্বাহী সদস্য ও বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠন, ইউএই এর সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাং হাফেজ আবু আইয়ুব রিপন।

এসময় আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি-মোহাম্মদ আরিফুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক মামুন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মহি।
হাফেজ শামীম আব্দুল্লাহ সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদ।দ্বীপের মায়াবী স্বপ্ন সংগঠন এবং সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাদ’ত হোসেন রুবেল, প্রতিনিধি এস.এম. সালাউদ্দিন, মোহাম্মদ রুস্তম আলী, ফ্রেন্ডস্ ইউনিটির ফোরাম অব ইউএই এর প্রধান উপদেষ্টা সাহাদাত হোসেন রিপন।

উপস্থিত ছিলেন শামা আল জাজিরা হজ্জ কাফেলার প্রতিনিধি বৃন্দ। দুর দুরান্ত থেকে আগত সম্মানিত অতিথি এবং সোনালী সন্দ্বীপ-তরুণ প্রবাসী ঐক্য পরিষদের দায়িত্বশীল ও সম্মানিত সদস্যবৃন্দ।

সকলের বক্তব্যের মাধ্যমে সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের ২০২৩/২০২৪ ইং এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ সমিতির সভাপতি দায়িত্ব পালন করার জন্য, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আব্দুল মতিন কে ব্যাংক ক্যাটাগরিতে, আল আইন সিটির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী মনছুর কে মানবিক সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রতিষ্ঠাকালীন ধর্ম বিষয়ক উপদেষ্টা হাফেজ মোহাম্মদ আবু আইয়ুব রিপন কে সংগঠনের দায়িত্ব পালন করে সঠিক দিকনির্দেশনা মূলক পরামর্শদাতা হিসেবে, প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাম্মদ সাহাদাত বিন কে সংগঠনের সেরা অনুদান দাতা হিসেবে’ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সংগঠন পরিচালনার ক্ষেত্রে, অনলাইনে সাংগঠনিক কার্যক্রম মনোনিবেশকারী হিসাবে সম্মানিত সভাপতিকে, সংগঠনের বেশি সদস্য সংগ্রহকারী হিসেবে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অভিষেক অনুষ্ঠানের স্পন্সর হিসাবে শামা আল জাজিরা হজ্ব কাফেলার পরিচালক মোহাম্মদ শাকিল সিরাজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের শ্লোগান “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে, এসো নবীন দলে দলে, মানবতার ছায়ার তলে।”

পরিশেষে সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের তৃতীয় বার নির্বাচিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন তার বক্তব্যে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। এসময় বাউরিয়া ইউনিয়ন নিবাসী ২ নং ওয়ার্ড এর সংযুক্ত আরব আমিরাত মৃত্যুবরণকারী মরহুম সেকান্দর খন্দকারের পরিবারের নিকট ৭০,০০০/ টাকা হস্তান্তর করা হবে বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে সংগঠনের মানবতার কাজ হাত বাড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা ও সকলের প্রতি আহ্বান ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।