প্রেস বিজ্ঞপ্তি: হাটহাজারী থানার অন্তর্গত গুমান মর্দ্দন ধুরুমেরমুখ ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন আল্লামা গাজী শেরে বাংলা রহঃ স্মৃতি সংসদের নব গঠিত ২০২৩-২৪ সনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারী) সংগঠনের স্থায়ী কার্যলয়ে কাউন্সিল অধিবেশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন কে সভাপতি ও বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক জনাব মোঃ জামাল উদ্দিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সংগঠনে বাকি সদস্যরা হলেন আবু মোঃ জাবেদ,(সিনিয়র সভাপতি) মোঃ আব্দুল হামিদ মিজান (সহ-সভাপতি), মোঃ সুজন (সহ-সভাপতি),হাফেজ মোঃ আনিছুর রহমান (সহ-সভাপতি) ,মোঃ তারেক (সহ-সভাপতি),মোঃ সাইফুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক),মোঃমহসিন (সহ-সাঃ সম্পাদক)।
মোঃ রাশেদ (সহ-সাঃ সম্পাদক), মোঃ জালাল উদ্দীন বাপ্পি (সহ-সাঃ সম্পাদক),মোঃ বকতিয়ার (সহ-সাঃ সম্পাদক),মোঃ সালাউদ্দিন মুন্না (সহ-সাঃ সম্পাদক)।
মোঃ সাহেদুল আলম (সাংগঠনিক সম্পাদক) ,মোঃ নিজাম উদ্দিন (সহ-সাংগঠনিক সম্পাদক), মোঃ জাহেদুল ইসলাম (সহ-সাংগঠনিক সম্পাদক),মোঃ নাইম (সহ-সাংগঠনিক সম্পাদক)।
মোঃ আসাদুল ইসলাম নিশাদ (দপ্তর সম্পাদক), মোঃ অপু সুলতান (সহ-দপ্তর সম্পাদক),মোঃ আলফাজ উদ্দিন নয়ন (সহ-দপ্তর সম্পাদক),সিফাতুল ইসলাম জাবেদ (সহ-দপ্তর সম্পাদক)।
মোঃ মিনহাজ উদ্দিন সজিব (অর্থ সম্পাদক), মোঃ জুবায়ের (সহ-অর্থ সম্পাদক), মোঃ সাইম (সহ-অর্থ সম্পাদক)।
মোঃ এরশাদ (প্রচার সম্পাদক),মোঃ শাওন (সহ-প্রচার সম্পাদক), মোঃ আহাদ (সহ-প্রচার সম্পাদক)।
মাওলানা মোঃ মনছুর (ধর্মীয় সম্পাদক), মোঃ আসিফ (সহ-ধর্মীয় সম্পাদক), মোঃকাউছার (সহ-ধর্মীয় সম্পাদক)।
মোঃ তানভীর হোসেন বাবু (আইন সম্পাদক), মোঃমিনহাজ ( সহ-আইন সম্পাদক),মোঃ রিদুয়ানুল হক ( সহ-আইন সম্পাদক)।
মোঃ জুনায়েদ (প্রকাশনা সম্পাদক),মোঃ কায়ছার (সহ-প্রকাশনা সম্পাদক), মোঃ হাছান (সহ-প্রকাশনা সম্পাদক),মোঃ রহমান (সহ-প্রকাশনা সম্পাদক)।
হাফেজ মোঃ তামিম নূর (পরিকল্পনা সম্পাদক),মোঃ মোশাররফ (সহ-পরিকল্পনা সম্পাদক),মোঃরাহিম (সহ-পরিকল্পনা সম্পাদক), মোঃনাফিস (সহ-পরিকল্পনা সম্পাদক)।
মোঃ ফোরকান (তথ্য ও গবেষণা সম্পাদক),মোঃ সজিব (সহ-তথ্য ও গবেষণা সম্পাদক), মোঃ আব্দুল হক (সহ-তথ্য ও গবেষণা সম্পাদক),মোঃ রেজভী (সহ-তথ্য ও গবেষণা সম্পাদক)।
মোঃ রবিউল হোসেন (দাওয়া ও সংস্কৃতি সম্পাদক), মোঃ রিফাত (সহ-দাওয়া ও সংস্কৃতি সম্পাদক),মোঃসজিব (সহ-দাওয়া ও সংস্কৃতি সম্পাদক),মোঃ আরমান (সহ-দাওয়া ও সংস্কৃতি সম্পাদক)।
মোঃ তপু (বিজ্ঞান সম্পাদক),মোঃ সাইমন (সহ-বিজ্ঞান সম্পাদক),মোঃ তাইয়ুব (সহ-বিজ্ঞান সম্পাদক), মোঃ জুনায়েদ (সহ-বিজ্ঞান সম্পাদক)।
মোঃজিসান (সমাজ সম্পাদক), মোঃআরফাত (সহ-সমাজ সম্পাদক, মোঃ সাফিন (সহ-সমাজ সম্পাদক)।
মোঃ মানিক (যুব কল্যাণ সম্পাদক), মোঃ বোরহান (সহ-যুব কল্যাণ সম্পাদক), মোঃ ইমন (সহ-যুব কল্যাণ সম্পাদক)।
উল্লেখ্য, আল্লামা গাজী শেরে বাংলা (রহ:)স্মৃতি সংসদ ২০০৮ ইংরেজি সালে প্রতিষ্ঠিত হয়, ধর্মীয় ও সামাজিক কাজের মাধ্যমে শুরু হয়।