বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিন বছরের আর্থিক অনিয়মের অভিযোগ তুলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বরাবর চিঠি দিয়েছে সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ। একই সঙ্গে কম্পিটিশন কমিটি থেকে তিনি তার পদত্যাগ পত্র জমা দেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ফুটবল ফেডারেশন সভাপতি বরাবর এই চিঠি দেন তিনি।
মহিউদ্দিন উল্লেখ করেন ২০১৬, ২০১৭ এবং ২০১৮ এই তিন বছরে প্রায় ১৭ কোটি টাকা খরচ দেখিয়েছে বাফুফে। তবে এই অর্থ খরচের সুনির্দিষ্ট খাত উল্লেখ করেননি বাফুফে।
এছাড়াও যে প্রতিষ্ঠানগুলো দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করেছে ফেডারেশন তার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন মহিউদ্দিন।বিষয়গুলোর জবাব চেয়ে সভাপতি কাজী সালাউদ্দিন বরাবর চিঠি দিয়েছেন তিনি। তবে সদুত্তর না পেলে পরবর্তীতে তিনি কি পদক্ষেপ নিবেন তা নিশ্চিত করেননি ফেডারেশনের সহ-সভাপতি।