মহেশখালী প্রতিনিধি: আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশেক উল্লাহ রফিক এমপি বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প ও শ্রমবান্ধব বর্তমান সরকার শ্রমিকের সার্বিক কল্যাণসাধন ও দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, শ্রমিকরা হচ্ছে দেশের প্রাণ শক্তি।
তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।’ মহেশখালীতে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগ মহেশখালী উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা,র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। সকালে জাতীয় পতাকা,দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মে দিবসের অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যাক নেতাকর্মীগন ও শ্রমজীবী লোকজন উপস্থিত ছিলেন।