সনজিত কুমার শীল: আরব আফ্রিকা সৎসঙ্গের উদ্যোগে রবিবার (১৫ জানুয়ারি) যোগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন উৎসব প্রতিবছরের ন্যায় এইবারও উদযাপন করা হয়েছে।
বনভোজন উপলক্ষে আজমান হ্যালো পার্কে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সকলে সমবেত কন্ঠে বিনীত প্রার্থনা, আলোচনা সভা, সংগীতাঞ্জলি ও মহা প্রসাদ ভান্ডারা, খেলাধুলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সমবেত হয়। এতে এসপিআর(spr) বিলাই রঞ্জন গোঁসাইত ও এসপিআর(spr) আদ্রিস বারিকসহ বিভিন্ন ভক্তরা শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় আলোচনা করেন। বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের শ্রী শ্রী ঠাকুরের প্রায় পাঁচ শতাধিক ভক্তবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাচ্চাদের মার্বেল দৌড়, মিউজিক্যাল চেয়ার, বড় মহিলাদের মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলাধুলা পরিচালিত হয়।
অনুষ্ঠান শেষে সকলে শ্রীশ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করে সমাপ্তি ঘোষণা করেন।