নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য এবার বন্দরনগরী চট্টগ্রামে উদ্বোধন হলো আমেরিকান দূতাবাসের সার্ভিস কর্ণার।
রবিবার (এপ্রিল ৩০) নগরীর পাঁচলাইশ ও. আর. নিজাম রোডের প্রবর্তক মোড় সংলগ্ন প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নতুন এই কনসাল্টেন্ট কর্নারের দ্বার উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমেরিকান দূতাবাসের পাবলিক আ্যফেয়ার্স কাউন্সেলর শন ম্যাকিনটোশ, আঞ্চলিক পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট ক্যাথলিন ফক্স এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
আমেরিকার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ও বৃত্তির সুযোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে এখানে। তাছাড়া দেশটিতে যাওয়ার জন্য যাবতীয় সকল তথ্য, প্রক্রিয়া ও পরিষেবা মিলবে চট্টগ্রামের এই সেন্টারে।