আমি সব সময় চেষ্টা করেছি বিচিত্র লুকে কাজ করতে: আফরান নিশো

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সিনেমায় অভিনয়ের কথা অনেক আগেই বলেছিলেন। গত বছরের শেষদিকে একটি সিনেমায় চুক্তিবদ্ধও হন। নাম ‘সুড়ঙ্গ’। পরিচালনা করছেন রাফহান রাফি। এতে নায়িকা হিসাবে অভিনয় করছেন তমা মির্জা।

গত কিছুদিন ধরে এ সিনেমার রিহার্সেল নিয়ে ব্যস্ত ছিলেন নিশো। জানা গেছে, আগামীকাল থেকে এ সিনেমার শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘সিনেমায় অভিনয়ের ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। কিন্তু মনের মতো পাচ্ছিলাম না বলে ইচ্ছা পূরণ করতে দেরি হয়েছে। অবশেষে সুড়ঙ্গ আমাকে কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণে সহায়তা করছে।

এ সিনেমার জন্য ৬ মাসের প্রস্তুতি নিতে হয়েছে। গল্প, মনের মতো চরিত্র পেয়েছি বলেই সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করেছি। এরই মধ্যে সিনেমার লুক সেট হয়েছে। আমি সব সময় চেষ্টা করেছি বিচিত্র লুকে কাজ করতে। এ সিনেমায় যে লুকে কাজ করব এমনটা দর্শক আমাকে আগে কখনো দেখেনি। এতে মূলত, আমাকে সুড়ঙ্গ খননকারী একজন শ্রমিক হিসাবে দর্শক দেখতে পাবেন। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

জানা গেছে, এ সিনেমার প্রথম লটের শুটিং সিলেটে হবে। গল্প এবং চরিত্র পছন্দ হলে সিনেমায় নিয়মিত থাকবেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

কিছুদিন আগে আফরান নিশো একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। এতে একজন সংবাদ উপস্থাপক, নায়ক এবং ব্যক্তি আফরান নিশো হিসাবে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। এদিকে আফরান নিশো অভিনীত কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। আগামী ঈদুল ফিতরে তার অভিনীত একাধিক ওয়েব সিরিজও মুক্তি পাবে বলে জানা গেছে।