আমিরাতে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার প্রবাসীর মৃত্যু

নিহত প্রবাসী জামাল উদ্দিন
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রাঙ্গুনিয়া লালানগরের প্রবাসী জামাল উদ্দিন (৩০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের আমড়া কাটার বাড়ি এলাকার মৃত ওহাব মিয়ার সন্তান ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে আরব আমিরাতের শারজাহ প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার চাচাত ভাই মো. দিদার আলম।

আবুধাবি প্রবাসী একই এলাকার মো. আব্দুল মুমিন জামাদার জানান, ঘটনাটি আমার দোকানের সামনে ঘটে, জামাল রাস্তা পার হতে গেলে হঠাৎ একটি মালবাহী গাড়ি থাকে চাপা দেয়। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তিনি আরো জানান, শুনেছি জামালের পরিবারে তেমন কেউ নেই। জামালের আয়ের টাকার উপর নির্ভর করতো তার পরিবার।

এ বিষয়ে জামালের চাচাত ভাই মো. দিদার জানান, জামালের পরিবারে তিন বোন ও তার সহধর্মিনী তাদের সংসারে, এখনো কোনো সন্তান নেই। দুই বোনের বিয়ে হলেও এখন বর্তমানে এক বোন ঘরে রয়েছে। জামালের মা বাবা অনেক আগেই মারা গেছেন।