আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র আয়োজনে এবং বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর সার্বিক সহযোগিতায় আমিরাতের বুকে এই প্রথম বাংলাদেশ থেকে আগত সিনিয়র সাংবাদিকদের দ্বারা আমিরাতে বসবাসরত সংবাদকর্মীদের কর্মশালা -২০২২ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ১৯ জুন রোববার সকাল ১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের খ্যাতনামা গণমাধ্যমের মিডিয়াকর্মীগণ অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল আলীম সাইফুল -এর সঞ্চালনায় কর্মশালা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর মান্যবর কনসাল জেনারেল বি. এম. জামাল হোসেন বলেন, আরব আমিরাতে সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র কর্মশালার আয়োজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বলে আমি মনে করি। তাদের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। তাদের এ আয়োজন চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা। জাতির বিবেক বলা হয় সাংবাদিক ও গণ্যমাধ্যমকে। গণমাধ্যমের শক্তির মাধ্যমে পৃথিবীর যেকোনো শক্তি নিয়ন্ত্রণ সম্ভব। আমরা আশা করব আমাদের দেশের সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে তাদের কাজ আনজাম দিবে। তাদের পেশাদারিত্বের কাজের জন্য বাংলাদেশ কনস্যুলেট দুবাই সর্বদা পাশে থাকবে।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে তাদের মাধ্যমে কোন মিথ্যা সংবাদ প্রচার না হয় সত্য সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে নিজেদের পেশাদার সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের সমাজের শ্রেষ্ঠ ৩ পেশাজীবীদের ১ জন হিসেবে উল্লেখ করে বলেন- ডাক্তার, বিজ্ঞানী ও সাংবাদিক হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই তিন পেশাজীবীদের উপর নির্ভর করে দেশ ও সমাজ কোন পথে চলবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্যান এশিয়ার ডিরেক্টর সাইফুর রহমান। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা থেকে আগত সিনিয়র সাংবাদিক, বাংলা ভয়েস -এর সম্পাদক মোস্তফা ফিরোজ দিপু, নিউজ ২৪ টেলিভিশন এর নিউজরুম এডিটর চন্দ্রানী চন্দ্রা, যমুনা টেলিভিশন এর সহযোগী প্রযোজক ইসমাত জাহান মৌরী ও চ্যানেল ২৪ টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি ক্রাইম রিপোর্টার জিএম ফয়সাল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ টেলিভিশন এর সিনিয়র সাংবাদিক শাহরিয়ার আরিফ, সিনিয়র সাংবাদিক সরোয়ার জাহান প্রমূখ।
কর্মশালায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা আর টিভি এর আমিরাত প্রতিনিধি সিনিয়র সহসভাপতি সি-প্লাস টিভির আমিরাত প্রতিনিধি সনজিত কুমার শীল, সহসভাপতি প্রবাস মেলা আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক যমুনা টিভি আমিরাত প্রতিনিধি মেহেদী, যুগ্ন সাধারণ সম্পাদক কিউ টিভি আমিরাত প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক মাই টিভি আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল, সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন বাংলা টিভির আমিরাত প্রতিনিধি মাহমুদ আলম সজল, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত সকাল আমিরাত প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, সহদপ্তর সম্পাদক সার্চ নিউজ আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আরব বাংলা টিভি আমিরাত প্রতিনিধি সাগর দেবনাথ, অর্থ সম্পাদক সময়ের কলমের আমিরাত প্রতিনিধি আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক সম্পাদক ৭১ নিউজ টিভি আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, আপ্রায়ন বিষয়ক সম্পাদক প্রতিদিন বাংলাদেশ এর আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কওমি ভিশন টিভির সম্পাদক ওবাইদুল্লাহ ওবাইদ, সদস্য জেএইচপি টিভি আমিরাত প্রতিনিধি জাহেদ হোসেন, সদস্য স্বাধীন বাংলা টিভির আমিরাত প্রতিনিধি সাল্লাহউদ্দিন আরিফ, সদস্য সবুজ বাংলা পত্রিকার আমিরাত প্রতিনিধি মোঃ জামাল হোসেন, সদস্য ডেইলি কক্সবাজার বার্তার আমিরাত প্রতিনিধি মোঃ ওসমান সরোয়ার, সদস্য ডেইলি কক্সবাজার এর আমিরাত প্রতিনিধি নাজমুল হুদা, সদস্য কওমি ভিশন এর আমিরাত প্রতিনিধি মোঃ লেয়াকত হোসেন, সদস্য বি বাংলা টিভির আমিরাত প্রতিনিধি আশিক আবুল হাসেম প্রমুখ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে ট্রেইনারদের পক্ষ থেকে সনদ প্রদান করেন মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
সংগঠনের সভাপতি সিরাজুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।