আমিরাতে মাহে রমজান উপলক্ষে কেনাকাটায় বিশেষ ছাড়, প্রবাসীদের সন্তুষ্টি

আমিরাত প্রতিনিধি​: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার​ (২৩ মার্চ) হতে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ রমজান উপলক্ষে আমিরাতের বড় বড় ব্যবসা প্রতিস্ঠানসহ সাধারণ সুপার মার্কেটগুলোতেও দেয়া হয়েছে​ বিশেষ ছাড়। বেশির ভাগ  ভোগ্যপণ্যে ও ব্যবহার্য্ সামগ্রীতে চলছে ২০% হতে ৭৫% পর্যন্ত বিশেষ ছাড়। বাদ যাচ্ছে না ফল-মূল, শাক সবজি, তরি তরকারি, পোশাক ও তৈজসপত্রসহ রমজানে ব্যবহার্য নানা পণ্য সামগ্রীও ।প্রতিটি মার্কেটে রাখা আছে পণ্য সামগ্রীর বড় বড় স্তুপ।

আমিরাত সরকারের কঠোর তদারকিতে প্রতিটি মার্কেটে স্থানীয়রাসহ প্রবাসীরাও এ বিশেষ ছাড়ে কেনাকাটায় অনেক সন্তুষ্ট।

রমজানের বরকতময় মাসকে সামনে রেখে​ প্রতিবছর আমিরাতের মার্কেট, সুপার মার্কেট ও বড় বড় বিপণীগুলোতে বিশেষ ছাড়ে জিনিসপত্র ও ভোগ্যপণ্য বিক্রি করা হয়। আমিরাতের কেয়ারফোর ও লুলু গ্রুপের মার্কেটগুলোতে বিশেষ ছাড়ের পাশাপাশি শত শত পণ্য সামগ্রীতে প্রাইস লক লাগানো হয়েছে। যা মূল্য বৃদ্ধি করা যাবে না।

রমজানে ভোগ্যপণ্যসহ অন্যান্য পণ্যেও বিশেষ ছাড় ও পণ্যের গুণগত মানে সস্তা পেয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ নানা ধরনের ভোগ্য পণ্য দেশীয় অনেক প্রবাসীসহ নানা দেশের প্রবাসীরা আমিরাতের বিভিন্ন জায়গা থেকে​ কার্গো বা​ অন্য​ মাধ্যমে নিজ নিজ দেশে পাঠাচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাতে​ শুধু রমজানে না, নববর্ষ, জাতীয় দিবসসহ​ যেকোন বিশেষ দিবস বা দিনকে সামনে রেখে এখানকার মার্কেট বা বিপনীগুলোতে রাখা হয় বিশেষ মূল্য ছাড়।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top