আমিরাতে এইচএসসি পরীক্ষায় বাংলাদেশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভাবনীয় সাফল্য

আমিরাতে এইচএসসি পরীক্ষায় বাংলাদেশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভাবনীয় সাফল্য।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: বুধবার বাংলাদেশ সময় ১২ টায় অনলাইন পোর্টেলের মাধ্যমে ফলাফল প্রকাশ হলে শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়।

এবারের এসএস সি পরীক্ষায় আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে বিজ্ঞান ও হিসাব বিজ্ঞানে ২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৬ জনই পাস করেছেন। এর মধ্যে এ প্লাস পেয়েছেন ৭ জন, এ পেয়েছেন ১২ জন এ মাইনাস পেয়েছেন ৭ জন। এদের মধ্যে একজন অনিয়মিত শিক্ষার্থী ছিলেন।

এছাড়া উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে বিজ্ঞান ও হিসাব বিজ্ঞানে সর্বমোট ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জনই পাস করেছেন। এই প্রতিষ্ঠান থেকে গোল্ডেন এ প্লাস ২জন,  এ পেয়েছেন ১২ জন এবং এ মাইনাস পেয়েছেন ৫ জন পরীক্ষার্থী । এই বার শতভাগ পাস করায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবক সবাই খুশী। শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য অভিভাবক এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সবসময় সহযোগিতা করেছেন তাদের এই ভালো ফলাফলের জন্য।