আমিরাতে আল হারামাইন গ্রুপ এর উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল

আমিরাত প্রতিনিধি: প্রবাসে বাংলাদেশের গর্ব বিশ্ব বিখ্যাত পারফিউম কোম্পানি আল হারামাইন গ্রুপের উদ্যোগে প্রবাসীদের সম্মানে গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷

মঙ্গলবার (১১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের আজমানে কোম্পানির প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হারামাইন পারফিউমস কোম্পানি এবং এনআরবি ব্যাংক এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মাহতাবুর রহমান নাসির (সিআইপি)।

এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের সাবেক রাষ্ট্রদূতসহ আমিরাতের  বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার কয়েক হাজার প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মাহাতাবুর রহমান নাসির আগত অতিথিদের অনুষ্ঠানে অংশগ্রহণে অনুষ্ঠান সফল করায় সকলকে ধন্যবাদ জানান এবং সকলের কাছে দোয়া কামনান করেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রবাসীদের উদ্দ্যেশ্যে বলেন  প্রত্যেক প্রবাসীকে সুন্দর আচরনের মাধ্যমে প্রবাসে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে এগিয়ে আসতে হবে। তিনি আমিরাতের চালু হওয়া বেকার বীমা গ্রহণ করার জন্য সকল প্রবাসীদের আহবান জানান। রাষ্ট্রদূত জাতীয় পরিচয় পত্র বিতরণের কার্যক্রম আবুধাবি দূতাবাস ও দুবাই কনসুলেট হতে শীঘ্রই চালু হচ্ছে বলে জানান।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top