রাস্তা পারাপারের সময় শুক্রবার শারজায় এক প্রবাসীর সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
নিহত আলতাফ উদ্দীনের(৫৪) দেশের বাড়ী সিলেট এর ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি এলাকায়।
সে শারজাহ মাদামে আরবির ঘরে কাজ করতেন বলে জানিয়েছেন নিহতের এলাকার দুবাই প্রবাসী হেলাল উদ্দিন।
তার মৃত্যুকালে স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মরদেহ শারজার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ কনস্যাুলেট দুবাই জানান স্হানীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।