সনজিত কুমার শীল: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের রাজধানী আবুধাবির মরুর বুকে আজবান এলাকায় প্রবাসে থাকা হিন্দুদের জন্য মন্দিরের স্থাপনার কাজ দ্রুত এগিয়ে চলেছে।২০২১ সালে আমিরাতের শাসক শেখ খলিফা বিন যায়েদ আল নাহিয়ান এবং বর্তমান প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ যায়েদ বিন আল নাহিয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের মাধ্যমে প্রবাসে থাকা হিন্দুদের জন্য মন্দিরের স্থাপনার জন্য জায়গা বরাদ্দ করে দেন।
গত ২৬ শে জুন রবিবার সারজা শিব শঙ্কর মন্দির থেকে আবুদাবি হিন্দু মন্দিরে দর্শনে আসেন ভক্তবৃন্দরা। মন্দিরা স্থাপনার কাজে প্রথম তলায় শিলা পূজায় ইট দিয়ে শিলা পূজার মাধ্যমে সেবা দান করা হয়। শারজা শিব মন্দিরে ভক্তদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন সূত্রধর, পৌরহিত প্রকাশ চক্রবর্তী , অনিক মন্ডল , বিপ্লব পাল, সাংবাদিক সনজিৎ কুমার শীল, কানু লাল দাস, অপু দাস, সজীব সূত্রধর, শান্তা সূত্রধর ,মুক্তা সূত্রধর, মায়া সূত্রধর, অমিতা সূত্রধর, রাজু দেবনাথ, বিলাস দাস, রুবেল চৌধুরি, সমীর চৌধুরী, মায়া সূত্রধর, সজল দাস, সুদর্শন দাস, লোকনাথ সূত্রধর সহ আরো অনেকে। মন্দিরে স্বামী রাম নারায়ন মহারাজকে গীতা বরণ করেন মন্দিরের ভক্তবৃন্দ।
পরে ভক্তদের যৌথ পরিচালনায় বিশ্বশান্তি কামনায় ভজন এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।