এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: দেশের সাথে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সংযুুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আবুধাবির শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলে মোট ৩৯ জন ছাত্রছাত্রী এবং রাস আল খাইমাস্হ বাংলাদেশ স্কুল হতে মোট ২৭ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন।
রবিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় আমিরাতের ২টি বাংলাদেশী স্কুলের এসএসসি পরীক্ষা।
আবুধাবীর বাংলাদেশ দূতাবাসের তত্ত্ববধায়নে আবুধাবিস্থ শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে ৩২ জন এবং বিজনেস স্টাডিজ থেকে ৭ জনসহ ৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। যাদের মধ্যে ৬ জন অনিয়মিত পরীক্ষার্থীও আছেন। মোট পরীক্ষার্থীদের মধ্যে ১৮ জন ছাত্র এবং ২১ জন ছাত্রী। সবাই ইংরেজী মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন।
আবুধাবিতে পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম এবং হল সুপারের দায়িত্ব আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষা কিরন আক্তার। পরীক্ষা পর্যবেক্ষকের দায়িত্বে আছেন সিনিয়র শিক্ষক আব্দুল গনি সিদ্দিকী এবং জাকির হোসেন।
অপরদিকে দুবাই বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমাস্থ বাংলাদেশ স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে ১৯ জন এবং বিজনেস স্টাডিজ থেকে ৮ জনসহ মোট ২৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। তাঁদের মধ্যে ১৮ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী। সবাই ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছেন।
রাস আল খাইমা স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কনসুলেটের লেবার কাউন্সিলর ফাতেমাতুজ জোহরা এবং হল সুপারের দায়িত্বে ছিলেন অধ্যক্ষ হাবিবুল্লাহ। আবুধাবি ও রাস আল খাইমা স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ছাত্রছাত্রীরা সবাই ভাল ফলাফলের ব্যাপারে আশাবাদী।