আমিরাতের দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেলেন চট্টগ্রামের আনাস

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত সরকারের দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা লাভ করলেন চট্টগ্রাম ফটিকছড়ি অধিবাসী তানভীর আহমদ আনাস। আনাস মেধাবী ছাত্র ক্যাটাগরীতে এ ভিসা লাভ করলেন। তিনি আবুধাবীর মেরীল্যান্ড স্কুল হতে এসএসসি ও এইচএসসি  সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে বর্তমানে আবুধাবি ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সস (আইটি) নিয়ে লেখাপড়া করছেন।

আমিরাতে দেশের নাম উজ্জ্বল করা তানভীর আহমদ আনাস আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও চট্টগ্রাম ফটিকছড়ির ধর্মপুর নিবাসী মোহাম্মদ মাঈন উদ্দিনের প্রথম পুত্র। আনাস আরো লেখাপড়া করে ভবিষ্যতেও দেশের নাম আরো উজ্জ্বল করার জন্য সবার নিকট দোয়া চান।

উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ২০১৯ সালে গোল্ডেন কার্ড ভিসা পদ্ধতি চালু করেছিলেন। যার আওতায় আমিরাত জুড়ে চিকিৎসক, বিজ্ঞানী,অতি মেধাবী ছাত্রছাত্রী যারা স্কুল কলেজে ৯৫% নাম্বার লাভ করেছে এমন শিক্ষার্থী, বিশেষ ক্যাটাগরীর বড় লেখক, অভিনেতা, খেলোয়াড়, বড় ব্যবসায়ী ও বড়  বিনিয়োগকারী, করোনার সময়ে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে কাজ কাজ করেছেন এমন নার্স ও স্টাফসহ বিভিন্ন পেশাদারদের  দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা দেয়া হচ্ছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top