আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সিদরাতুল মুনতাহা

সিদরাতুল মুনতাহা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা লাভ করলেন মেধাবী ছাত্রী সিদরাতুল মুনতাহা।তিনি আমিরাতে মেধাবী শিক্ষার্থী ক্যাটাগরীতে এ ভিসা লাভ করলেন।

সিদরাতুল আবুধাবিতে এইচ এস সি ও এসএসসি সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে বর্তমানে দুবাইয়ের একটি স্বনাম ধন্য ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন।

চট্টগ্রামের রাউজানের অধিবাসী সিদরাতুল মুনতাহা আমিরাতের বিশিষ্ট সাংবাদিক,আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান এর একমাত্র কন্যা।

প্রবাসে দেশের নাম উজ্জ্বল করা সিদরাতুল ভবিষ্যতেও ভাল ফলাফল করে দেশের নাম আরো উজ্জ্বল করার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।