সিপ্লাস ডেস্ক: বিয়ে করেছেন চাষী আলম ওরফে ‘হাবু ভাই’। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের এই অভিনেতা জনপ্রিয়তা অর্জন করেছেন ‘হাবু ভাই’ নামেই। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। এর আগে বৃহস্পতিবার পারিবারিকভাবে তার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়।
৫৬ বছর বয়সে বিয়ে করার যে বিষয়টা, সেটা বুঝলাম ঠিক না। আসলে কত বয়স? এমন প্রশ্নের জবাবে চাষী আলম বলেন, ‘আমার বয়স মোটেও ৫৬ না। অনেক নিচে, এই সংখ্যার চেয়ে অনেক কম। আবার আমার নাকি এক ফ্রেন্ড ছিল শিউলি।
নতুন জীবন শুরু নিয়ে তুলতুল বলেন, ‘অসম্ভব ভালো লাগতেছে। আমি এখন পর্যন্ত এই ফিল করিনি যে আমি আমার বাসায় নেই। কেউ বললেও বিশ্বাস করবে না, আমার শাশুড়ি, বড় আপু তারা এত ভালো যে আমি কখনো ফিল করি নাই যে আমি আমার মার থেকে দূরে, আমার বড় বোনের থেকে দূরে আছি।’