আবুধাবী শিল্পনগরী মোচ্ছাফ্ফা সানাইয়া ১৭ নম্বরে নাইস টেস্ট রেস্টুরেন্ট নামে বাংলাদেশী প্রতিষ্ঠানের যাত্রা শুরু

নাইস টেস্ট রেস্টুরেন্ট ।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত  রাজধানী আবুধাবী শিল্পনগরী মুসাফ্ফা ছানাইয়া ১৭ নং নিউ মনির হোটেলের পাশে বাংলাদেশি “নাইস টেস্ট রেস্টুরেন্ট” নামে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ পারভেজ ও মোহাম্মদ শফিকুল ইসলাম।

প্রতিষ্ঠান উদ্বোধনকালে মালিকেরা বলেন স্বাস্থ্যসম্মত ও উন্নত মানের খাবার, নানারকম নাস্তা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, বাহারি পিঠা, পরোটা, রুটি, বিভিন্ন আইটেমের বিরানি, নানা ধরনের ভর্তা, পোলাও এবং বিভিন্ন কোম্পানিতে পার্সেল দেওয়ার সুব্যবস্থা রয়েছে। বর্তমানে আবুধাবীতে রেসিডেন্স ভিসা বন্ধ থাকায় বিপাকে বলেছেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকার ও আমরাত সরকারের যৌথ বৈঠকের মাধ্যমে এই সমস্যা সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বর্তমানে টিকেটের দাম বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা দেশে যাওয়ার জন্য হিমসিম খাচ্ছেন। বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা প্রতিযোগিতায় নেমেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইকবাল, সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ কামাল সহ আরো অনেকে। পরে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য দোয়া এবং মোনাজাত করা হয়।