গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্পনগরী মোচ্ছাফ্ফার উদ্যোগে শুক্রবার (২০ ডিসেম্বর) পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও আওলাদে রাসুল (সা.) বানিয়ে জশনে জুলুস ও গাউসিয়া কমিটি হযরতুল আল্লামা আলহাজ্ব হাফেজ কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রাহঃ)এর মাসিক ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল মোচ্ছাফ্ফার ৭ নং সানাইয়ার ২ নং গলির জামাল মোহাম্মদ গ্যারেজে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্হ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া’র মাদ্রাসার সুযোগ্য শায়খুল হাদীস হযরতুল আল্লামা আলহাজ্ব হাফেজ সোলায়মান আনছারি সাহেব।
বিশেষ অতিথি হিসেবে গাউছিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব সাহেব, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খতমে কুরআন, খতমে গাউছিয়া, দাওয়াতে খায়র মাহফিল, মিলাদ মাহফিল, আউলিয়া কেরামের জীবনী আলোচনা, সালাতু সালাম, ফাতেহা ও দোয়া মোনাজাত এবং বাদে জুমা তবরুক বিতরণ করা হয়। উক্ত মিলাদ মাহফিলে গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ ও সকল শাখা কমিটির নেতৃবৃন্দ, সদস্যরাসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত আশেকানে মোস্তফার ভাইয়েরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আল্লামা আলহাজ্ব হাফেজ সোলায়মান আনছারি কুরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে আউলিয়া কেরামদের সম্পর্কে বলেন, আল্লাহর অলীদের সম্মান করলে, তাদের স্বরণ করলে, তাদের অনুসরণ করলে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি লাভ করা যায়। আর তাদের সাথে বিয়াদবী করলে তাদের কষ্ঠ দিলে দুনিয়াতে যেমন কষ্ট হয় তেমনি আখিরাতও বরবাদ হয়।
তিনি গাউছিয়া কমিটির সকল সদস্যসহ উপস্থিত সকল প্রবাসীদের স্হানীয় আইন কানুন মেনে চলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন।