আবুধাবীতে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

আমিরাত প্রতিনিধি: ইউএই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও আবুধাবী বিএনপি সভাপতি ঈসমাইল হোসেন তালুকদার এর মেজ বোন ফাতেমা বেগম এর অকাল মৃত্যুতে আবুধাবী বিএনপির উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) বাদে এশা নগরীর ইলেক্টা সেন্ড মেরিন রেষ্টুরেন্টের হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও ইউএই কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবুল বশর। যৌথভাবে সভা পরিচালনা করেন যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, ইমন হোসেন এবং সাজিদুর রহমান সাচ্চু।

এতে প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম তালুকদার এবং সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস খালেদ, মোসাফফা বিএনপি সভাপতি রুহুল আমীন চৌধুরী, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য নূর হোসেন সুমন, ইউএই বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমীনুল ইসলাম টিপু। সভায় বক্তব্য রাখেন- আহমদ হোসেন তালুকদার, এম এ মাজেদ, সাগর, ফারুক আফসারী এবং মোহাম্মদ নাসিরসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন – মোহাম্মদ হেলাল, এম আলম জীবন, মোহাম্মদ আরিফ উদ্দীন, নুর আহমদ বাদশা, আবুধাবি বিএনপি, মোহাম্মদ সেলিম সিকদার, নাজির হোসেন, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ কামাল, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ রফিক, রাব্বি তালুকদার এবং মোহাম্মদ রাসেলসহ আরও অনেকে।

সভায় রাজনীতিতে ফাতেমা বেগম এর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মৃতি চারন করে বক্তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায়  মরহুমার আত্মার মাগফেরাত ও দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top