আরব আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবির সিটি জওয়াযাত রুটে হাবিব ব্যাংকের পাশে আল ফালাহ স্টেটে গতকাল ১৮ ইং ফেব্রুয়ারি ২০২৩ ইং শনিবার বাংলাদেশী প্রতিষ্ঠান গ্রীন- বাংলা ফুডস্টাফ ট্রেডিংয়ের শুভ উদ্বোধন করা হয়।
ফিতা কেটে গ্রিন বাংলা ফুডস্টাফ ট্রেডিংয়ের শুভ উদ্বোধন করেন লোকাল স্পন্সর মোহাম্মদ আহমেদ নোমান আলী, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক, আমিরাতি নাগরিক মোহাম্মদ সুলতান, মোহাম্মদ হামাদ, মাহমুদ, রাশেদ, ইউসুফ, মুসাঈদ সহ বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রোকন, খাইরুল ইসলাম, রুবেল, ইলিয়াস, টিটু, বাপ্পি, রাসেল, জুয়েল, জসিম, সাইফুদ্দিন, শাহাদাত, লোকমান, বাবুসহ আরো অনেকে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক বলেন এই প্রবাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে তাজা শাকসবজি, মাছ, মাংস, তেল সহ জিনিসের চাহিদা বেশি। এদেশে প্রবাসীদের স্বাস্থ্যসম্মত খাবারের জন্য আমরা সবসময় নিত্য প্রয়োজনীয় ও স্বাস্থ্যসম্মত জিনিসগুলোর থাকবে। এই প্রবাসে বাংলাদেশী মাছ এবং নানারকম সবজির চাহিদা রয়েছে। আমাদের এই গ্রীন বাংলা ফুডস্টাফ ট্রেডিংয়ে সব সময় তাজা মাছ সবজি সহ সুলভ মূল্যে বিক্রি করার চেষ্টা অব্যাহত থাকবে।
আমিরাতে দুবাই ছাড়া অন্যান্য ৬ টি প্রদেশে ভিসা বন্ধ থাকার কারণে ব্যবসা করার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি রেমিটেন্স পাঠানো সমস্যায় পড়বে প্রবাসীরা। অন্যদিকে বাংলাদেশ বিমানের ভাড়া বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা দেশে যাওয়া আসা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকার এবং আমিরাত সরকারের যৌথ বৈঠকের মাধ্যমে বন্ধ থাকা ভিসা খুলে দেওয়ার জন্য দাবি জানান। পরে ব্যবসা প্রতিষ্ঠানে উত্তরোত্তর বৃদ্ধি কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।