আবুধাবি খালেদিয়া টাওয়ারের পাশে ‘ড্রিম ফ্লাওয়ার’ সেলুনের দ্বিতীয় শাখার শুভ যাত্রা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুদাবি খালেদিয়া টাওয়ারের পাশে বিগ মার্কেটের অপজিটে এনএমসি ছোট মেডিকেলের পাশে গত ১০ মার্চ (শুক্রবার) বাংলাদেশী মালিকানাধীন ড্রিম ফ্লাওয়ার জেন্ট।

সেলুনের দ্বিতীয় শাখার শুভ যাত্রা করেন। ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট দানবীর ফখরুল ইসলাম খান সিআইপি। ফিতা কাটার সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাবুল শীল ও মিন্টু কুমার শীল।

মহামারী করোনা বিশ্ববাসীর দুঃসময় শেষে আবার প্রবাসীরা ব্যবসা-বাণিজ্যের দিন দিন প্রসার ঘটাচ্ছেন। নতুন নতুন ডিজাইনের চুল কাটা, ফেইসওয়াশ, শেভিং, নিউ নিও ডিজাইনের চুল সেটিং, কাটিং সহ বিভিন্ন ধরনের বিউটি পার্লারের মত কাজ করা হবে বলে জানান মালিক কর্তৃপক্ষ।

উদ্বোধনকালে ফখরুল ইসলাম খান সিআইপি বলেন, এই প্রবাসে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য আমিরাতের প্রয়াত শাসক শেখ জাহেদ আল নাহিয়ান এর প্রতি সম্মান এবং দোয়া করেন।

প্রবাসীদের যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য বিশিষ্ট দানবীর, বাংলাদেশ সরকারের প্রাপ্ত সিআইপি প্রবাসী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান বলেন, এদেশের আইন-শৃঙ্খলা মেনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল এবং বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা ইমরান হোসেন, এস্কানদার মৃধা, দীপক চন্দ্র দাস, ব্যবসায়ী দোলন রায়, রিটন শীল, রিপন শীল, টিংকু শীল, নয়ন শীল, মফিজুল করিম জুয়েল সহ আরো অনেকে। ডিম ফ্লাওয়ার জেন্ট সেলুনের ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন প্রবাসী কল্যাণ সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এনামুল হাসান।