আবুধাবির মোছাফ্ফার ৬ নং ছানাইয়াতে দেশীয় রেস্টুরেন্টের যাত্রা শুরু

আবুধাবির মোছাফ্ফার ৬ নং ছানাইয়াতে দেশীয় রেস্টুরেন্টের যাত্রা শুরু।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: প্রবাসে ঘরোয়া পরিবেশে দেশীয় স্বাদের নানা ধরনের মানসম্মত মুখরোচক খাবারের সমাহার নিয়ে আবুধাবীর শিল্পনগরী মোছাফফার ৬নং ছানাইয়ার সোজা গলিতে (শাহী মোছাফ্ফা সংলগ্ন) যাত্রা শুরু করেছে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ময়নামতি রেস্টুরেন্ট।

শুক্রবার (১৭ মার্চ) বাদে এশা প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রাক্কালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের একমাত্র স্বত্বাধিকারী হুসাইন মুহাম্মদ মনসুরের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুলের পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির  ভারপ্রাপ্ত সভাপতি  ইমরাদ হোসেন ইমু, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,ব্যবসায়ী বশির উদ্দিন ভুইয়া, মইন উদ্দিন মইন, জামসেদুর রহমান, গোলাম কাদের ইফতি, আবদুল কুদ্দুস খালেদ, নুর মোহাম্মদ, রুহুল আমীন, মীর কাশেমসহ বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তাঁরা প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি প্রবাসে দেশীয় প্রতিষ্ঠানে এসে প্রবাসীদের প্রযোজনীয় জিনিসপত্র ও খাবারে দাবার গ্রহণ করতে।

প্রতিষ্ঠানের মালিক হুসাইন মোহাম্মদ মনসুর সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি প্রবাসীদের সুলভে ভাল মানের দেশীয় খাবার পরিবেশনের অঙ্গীকার করেন।