আমিরাত প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা এবং আমিরাতে সফররত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাউজান হতে বার বার নির্বাচিত সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির আমিরাত আগমনে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়।
বুধবার(৮ মার্চ)বাদে এশা বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মোছাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন আলহাজ্ব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, মোছাফ্ফা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ, ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিম, ব্যবসায়ী মোহাম্মদ জবরুত খান (চেয়ারম্যান জবরুত স্টিল, মোছাফ্ফা), মোহাম্মদ মোরশেদুল ইসলাম সিআইপি (সভাপতি, নাসের স্পোর্টিং ক্লাব, মোছাফ্ফা), মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি,(ওমান), রাউজান সমিতির সভাপতি খোরশেদ জামান, বঙ্গবন্ধু পরিষদ আজমানের সভাপতি মোহাম্মদ সেলিম সিআইপি, সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ।.
মোহাম্মদ ইউনুস মোল্লার কুরআন তেলোওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। অত:পর অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া প্রদান করেন মোছাফ্ফাহ পরিষদের সহ সভাপতি মোঃ লোকমান। ক্রেষ্ট প্রদান করেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিমউদ্দীন ও সাবেক সভাপতি নুর মোহাম্মদ।
বক্তব্য রাখেন সেলিম জাহাঙ্গীর, আবু ইউসুপ, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ ইকতিয়ার, মোহাম্মদ নাসের, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ জহুর, পুলক দে, মোহাম্মদ ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রজন্ম বঙ্গবন্ধুর আমিরাতের সভাপতি এসএম রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবির সভাপতি সৈয়দ লুৎফর রহমান,আবুধাবি যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার, রাউজান উরকিচর আওয়ামী লীগের মোহাম্মদ শফিক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি আলহাজ্ব এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, বৈধ চ্যানেল রেমিট্যান্স পাঠাতে সকলকে উদ্বুদ্ধ করেন। এবং রেমিট্যান্স যোদ্ধাদের লাশ বিমানে দেশে পাঠানো সহজ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের কথা বলেন।