আমিরাতে প্রতিনিধি: আন্জুমানে মোত্তাবিয়ানে গাউছে মাইজভান্ডারি আবুধাবি মোচ্ছাফা শাখার উদ্যোগে মাহে রমজান ও সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি (ক:)এর মহান ২২ শে চৈত্র ফাতেহা উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি নির্দেশ ক্রমে আলোচনা ও মিলাদ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (৬ এপ্রিল) আবুধাবি মোচ্ছাফার ১১নং নোমান ষ্টীলস্হ খানকাহ শরীফে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আবদুর রহিম। অনুষ্ঠান পরিচালনা ও মিলাদ কিয়াম পরিচালনা করেন দারত্ব তালিম মোহাম্মদ জামশেদুল আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাইজভান্ডারি গবেষক সৈয়দ ফয়জুল মোমিন সিদ্দিকী আল মাইজভান্ডারি, নোমান ষ্টীলের স্বত্বাধিকারি সংগঠনের উপদেষ্টা মো: নোমান চৌধুরী, মোং ওসমান গনি, মো: শহিদুল আলম মানিক, মোং সিরাজ মো: সিদ্দিকুর রহমান মাঃ নাছির উদ্দিন, জিল্লুর রহমান, মোং মন্জু প্রমুখ।
বক্তারা রোজা, নামাজ, যাকাত ও মাইজভান্ডারী তরিকার গুরুত্ব তুলে ধরে বলেন, দরবারী হতে হলে অবশ্যই সকলকে নামাজ পড়তে হবে এবং নামাজী হতে হবে।
পরে মিলাদ কিয়াম শেষে ইফতার ও তাবারুক বিতরণ করা হয়।।মোনাজাতে দেশ জাতি প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়।