আবুধাবির মোছাফ্ফাতে গাউছে মাইজভান্ডারীর ফাতেহা শরীফ

আবুধাবির মোছাফ্ফাতে গাউছে মাইজভান্ডারীর ফাতেহা শরীফ অনুষ্ঠিত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: আনজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি আবুধাবির মোছাফ্ফা শাখার উদ্যোগে মাইজভান্ডারি তরিকার প্রবর্তক গাউছুল আজম হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারি (কঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ ‘১০ মাঘ’ উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বাদে মাগরিব আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফার ১১ নং ছানাইয়ার নোমান স্টীলসহ খানকাতে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল বাতেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট মাইজভান্ডারি গবেষক ফজলুল সিদ্দিকী পারভেজ। এসময় আরো বক্তব্য রাখেন মাওলানা আনিসুর রহমান আল কাদেরী, সংগঠন সহ সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, মোহাম্মদ রনি, মোহাম্মদ হাসান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন দাওয়াতে তালিম মোহাম্মদ জামশেদ।

বক্তারা অছি-এ গাউছুল আজম মাইজভান্ডারি কতৃক মনোনীত মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম মাইজভান্ডারি এবং আনজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব শাহসুফী ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির পক্ষে সকলকে সালাম ও শুভেচ্ছা জানান এবং তারা সকলের সহযোগিতায় ফাতেহা শরীফ সুসম্পন্ন করতে পারায় সকলকে ধন্যবাদ জানান।

পরে মিলাদ কিয়াম শেষে মোনাজাতে দেশ, জাতি, প্রবাসীদের কল্যানে দোয়া করা হয় এবং পরিশেষে বিপুল সংখ্যক প্রবাসীদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।