আমিরাত প্রতিনিধি: আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর মান্যবর রাষ্ট্রদূতের নেতৃত্বে অস্থায়ীভাবে নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরবর্তীতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দাড়িয়ে নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রদানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের কর্মকর্তাগণ বাণীসমূহ পাঠ করেন।
পরে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের লেবার কাউন্সিলার লুৎফর নাহার নাজিম। এতে তুরস্কে নব নির্বাচিত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ সমিতিসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ,বাংলাদেশ মহিলা সমিতি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রবাসী বাংলাদেশীদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৯ সালে জাতিসংঘের অঙ্গ-সংস্থা ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার ফলে সমগ্র বিশ্বে এখন দিবসটি পালিত হচ্ছে। মান্যবর রাষ্ট্রদূত প্রবাসী নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের প্রতি আহবান জানান।
পরিশেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এবং প্রার্থনা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।