আবুধাবির টুরিস্ট ক্লাব এরিয়াতে চালু হলো টপ টেন ক্যাফেটেরিয়া

আবুধাবির টুরিস্ট ক্লাব এরিয়াতে চালু হলো টপ টেন ক্যাফেটেরিয়া
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: আবুধাবিতে দেশীয়ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাড়াতে মুখরোচক নানা ধরনের শাওরমা, বারগারসহ ফাস্ট ফুড আর জুসের সমাহার নিয়ে আবুধাবির টুরিস্ট ক্লাব এরিয়াতে চালু করলো চার বন্ধুর কাফেটেরিয়া টপ টেন।

শনিবার (২৮ জানুয়ারি) বাদে এশা ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় প্রতিষ্ঠানের চার পার্টনার আবদুল কাইয়ুম, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সুমন ও মোহাম্মদ ইয়াসিন উপস্হিত সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আবুধাবিতে ভিসা জটিলতার অবসান কামনা করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ মনিরুল, আনান জাকিরসহ আরো অনেকে।

তাঁরা দেশীয় প্রবাসীদের দেশীয় প্রতিষ্ঠানে এসে প্রয়োজনীয় কেনাকাটা করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার আহবান জানান।