আবুধাবিতে শ্রী শ্রী জ্যোতিলোকনাথ সেবাশ্রমে শ্রীমৎ বীরেশ্বরানন্দ গিরি মহারাজকে সংবর্ধনা

আবুধাবিতে শ্রী শ্রী জ্যোতিলোকনাথ সেবাশ্রমে শ্রীমৎ বীরেশ্বরানন্দ গিরি মহারাজকে সংবর্ধনা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবিতে শ্রী শ্রী জ্যোতিলোকনাথ সেবাশ্রমের উদ্যোগে বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম হাটহাজারী ফতেয়াবাদ চৌধুরীহাট ব্রহ্মানন্দ যোগাশ্রম ও নাগেশ্বর শিবালয়ের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের আবুধাবিতে আগমন উপলক্ষে সংবর্ধনা ও এক মহতি ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়।

বুধবার (১৫ মার্চ) রাতে আবুধাবি বাংলাদেশ সমিতির হল রুমে আবুধাবি শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের প্রধান উপদেষ্টা অনিল শীলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দোলন রায়ের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ব্যবসায়ী মৃনাল কান্তি ধর, উপদেষ্টা কানু লাল দাস, উপদেষ্টা অমল শীল, সিনিয়র সহ সভাপতি দীপক দাস,সহ সভাপতি পরিতোষ শীল,রাস আল খাইমা জ্যোতি লোকনাথ সেবাশ্রমের সদস্য সচিব মিন্টু শীল, সাংবাদিক সনজিত কুমার শীল, প্রকৌশলী সৌরভ বিশ্বাস। অনুষ্ঠানের মধ্যে ছিল গুরু পূজা, গীতা পাঠ, ভজন, নাম সংকীর্তন ও শ্রী শ্রী স্বামী জ্যোতিষাশ্বরানন্দ গিরি মহারাজের জীবনী আলোচনা।

এতে আরো উপস্থিত ছিলেন শ্রীমান রায়, রিটন সুশীল, সাজু শীল, রুবেল শীল, অজয় শীল, রাজিব শীল, নয়ন শীল, সঞ্জয় নন্দী, অপু শীল , জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ, জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ, আবুদাবি সনাতনী গীতার সংঘের ভক্তবৃন্দ সহ অসংখ্য সনাতনীরা। আগামী দুই বছরের জন্য আবুদাবি শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমে দীপক দাসকে সভাপতি ও দোলন রায়কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পরিশেষে জ্যোতি লোকনাথ সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজের শান্তির বাণী উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্ত হয়।