আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা ও ইফতার মাহফিল আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০মার্চ) সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ মিজানুর রহমান।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন সমিতির সহ সভাপতি নুর মোহাম্মদ। বক্তব্য রাখেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, জনতা ব্যাংক আমিরাতের সিইও কামরুজ্জামান, প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত আমিরাতে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন, অনাগত যে কোন সঙ্কটকে মোকাবিলা করতে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে প্রবাসীদের বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আর কোন বিকল্প নাই। তিনি আরও বলেন আজকে দেশের প্রতিটি নাগরিক বহির্বিশ্বের বুকে বাংলাদেশকে নিয়ে গর্ব করে। দেশের উন্নয়নকে গতিশীল করতে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত সকল পদক্ষেপকে অনুসরণ করতে হবে। এছাড়াও আমিরাত সরকার কর্তৃক গৃহীত বেকার বীমার আওতায় আসতে সকল আমিরাত প্রবাসীদের প্রতি তিনি আহবান জানান।
পরিশেষে ইফতারের পূর্ব মূহুর্তে দূতাবাসের ডেপুটি মিশন মিজানুর রহমান এর পরিচালনায় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।