আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের গণ সংবর্ধনা,সবাইকে এগিয়ে আসার আহবান

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তর সংগঠন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমিরাতে সফররত আওয়ামী পরিবারের বিশিষ্ঠ নেতৃবৃন্দের আবুধাবীতে আগমন উপলক্ষে এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ মে) আবুধাবীর নাফিম হোটেল বলরুমে আয়োজিত এ অনুস্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জননেতা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের  সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার ও যুগ্ন সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন  মঈন। উক্ত  গণ সংবর্ধনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  ফটিকছড়ি আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী,ফটিকছড়ি পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন, উত্তর জেলা আওয়ামী যুব লীগের সিনিয়র সহসভপতি মোহাম্মদ সামুসদ্দোহা সিকদার আরজু, উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বশর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গণি  আলমগীর,, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক মাঈন উদ্দিন ছিদ্দিকী, শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাম কাদের ইফতি, মোজাম্মেল হোসেন চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন, সাজ্জাদুল ইসলাম রুবেল, এমদাদ হোসেন, নাসিরউদ্দীন মামুন, মাহবুব খন্দকার, মউন উদ্দিন মঈন, লুৎফর রহমান, নাসির উদ্দিন নাসির, আজিম উদ্দিন সিকদার প্রমুখ।

মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ ছাড়াও মোছাফ্ফা বঙ্গবন্ধু পরিষদ, আবুধাবী আওয়ামী যুব লীগ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবিসহ সমমনা সংগঠনের নেতৃবৃন্দ আর ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ হতে আগত নেতৃবৃন্দের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জযী করতে দেশ  ও প্রবাসে স্ব স্ব স্থান হতে কাজ করে যাবার আহবান জানান। বক্তারা উপজেলা, জেলা, বিভাগীয় কমিটিতে প্রবাসী নেতা কর্মীদের স্হান রাখার কথাও বলেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top